ফ্লাটার এপ্প ডেভেলপমেন্ট কোর্সে জয়েন করে জিতুন টিশার্ট Hurry up!

শর্তাবলী ও নীতি (Terms & Conditions)

১. সেবার ব্যবহার

CoderAngon-এর ওয়েবসাইট ও কোর্সসমূহ ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের সেবার শর্তাবলী মেনে চলার সম্মতি প্রদান করেন। কোন প্রকার বেআইনি, প্রতারণামূলক বা অবৈধ কাজে সেবার ব্যবহার নিষিদ্ধ।

২. কন্টেন্ট অধিকার

CoderAngon-এ প্রকাশিত সকল কোর্স, আর্টিকেল, ভিডিও, ছবি, লোগো ও অন্যান্য কন্টেন্টের সকল কপিরাইট ও বৌদ্ধিক সম্পত্তি অধিকার CoderAngon বা সংশ্লিষ্ট মালিকদের মালিকানাধীন। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করা যাবে না।

৩. অ্যাকাউন্ট নিরাপত্তা

আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য গোপন রাখা আপনার দায়িত্বরত। কোনো অননুমোদিত ব্যবহার বা নিরাপত্তা লঙ্ঘন ঘটলে অবিলম্বে আমাদের জানাতে হবে।

৪. পেমেন্ট ও রিফান্ড নীতি

প্রদত্ত কোর্সের জন্য যে কোন পেমেন্ট সম্পন্ন হওয়া পরে রিফান্ড নীতিমালা আমাদের ওয়েবসাইটে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। রিফান্ড সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

৫. দায়-দায়িত্বের সীমাবদ্ধতা

আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক তথ্য প্রদান করতে, তবে CoderAngon-এর ওয়েবসাইট ও কোর্সের ব্যবহারে সরাসরি বা পরোক্ষ কোনো ক্ষতির দায় গ্রহণ করবে না।

৬. নিয়ম পরিবর্তন

CoderAngon প্রয়োজনে Terms & Conditions-এ পরিবর্তন করতে পারে। পরিবর্তনসমূহ ওয়েবসাইটে প্রকাশিত হলে তা কার্যকর হবে। নিয়মিত ওয়েবসাইট চেক করার জন্য অনুরোধ রইল।

৭. যোগাযোগ

শর্তাবলী সম্পর্কে কোন প্রশ্ন বা উদ্বেগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: coderangon@gmail.com
ফোন: 01761810531